মানসম্মত শিক্ষা

সমৃদ্ধ নৈতিকতা

সামগ্রিক উন্নয়ন

কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ

KAZI SIRAJUL ISLAM GIRLS SCHOOL AND COLLEGE

   INSTITUTE CODE: SCHOOL-6958, COLLEGE-5278 EIIN: 108840

আড়পাড়া, মধুখালী, ফরিদপুর।
Email: sc108840@gmail.com | Mobile: 01709901223, 01912550095
Web: http://ksigsc.edu.bd --------------- https://www.smartmonir.com/
User profile picture

মোল্লা আবু সাঈদ,

অধ্যক্ষ, , কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ, আড়পাড়া, মধুখালী, ফরিদপুর।

  NOTICE BOARD
আমাদের অর্জন
কৃতি শিক্ষার্থী
User profile picture

তাকিয়া তাবাচ্ছুম অর্থী, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

ফারহানা সুলতানা ইভা, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

মনিরা, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

ইমু, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

লামিয়া, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

ছোহা আলম ঐশী, প্রাক্তন শিক্ষার্থী,কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ,আড়পাড়া

,,

User profile picture

জারিয়া আলম

,,

User profile picture

মোহাম্মদ কামরুল হাসান মোল্যা

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোবাইল নং : ০১৭৪১১১৮৮৮৬ ফোন (অফিস) : ০২৪৭৮৮০৩০২২ ই-মেইল : dcfaridpur@mopa.gov.bd ফ্যাক্স : ০৬৩১৬৩০৮৬ ব্যাচ (বিসিএস) : ২৫ বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৪,

User profile picture

মোঃ আবু রাসেল

উপজেলা নির্বাহী অফিসার,, মধুখালী,ফরিদপুর, মোবাইল নং : ০১৭০১-৬৭০০২৭ ফোন (অফিস) : ০৬৩২৬-৫৬২৫৫ ই-মেইল : unomadhukhali@mopa.gov.bd ফ্যাক্স : ০৬৩২৬-৫৬২৪০ ব্যাচ (বিসিএস) : ৩৫ বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৪

User profile picture

বিষ্ণু পদ ঘোষাল ,

জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর। ফোন: ০৬৩১৬২৬৭৭ মোবাইল: 01712619704 Email: faridpurdeo2008@yahoo.com

User profile picture

মোঃ আঃ আউয়াল আকন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,, মধুখালী,ফরিদপুর, মোবাইল নং : ০১৭১৬১১৪৮৩৬ ফোন (অফিস) : +৮৮০৬৩২৬-৫৬০৬২ ই-মেইল : useomadhukhali@gmail.com বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০৪ অক্টোবর ২০২২

User profile picture

রাশেদুল ইসলাম ,

উপজেলা একাডেমিক সুপারভাইজার, মধুখালী,ফরিদপুর, মোবাইল নং : ০১৭১০৭০৪৬৯৮ ই-মেইল : uasmadhukhali@gmail.com

User profile picture

জনাব মনিরুল ইসলাম

সহকারী শিক্ষক (বিজ্ঞান), কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ, আড়পাড়া,মধুখালী, ফরিদপুর ,

  বর্তমান কমিটি
  JOB POST
  আজকের উপস্থিতি ( Sunday, October 26, 2025 )
SL CLASS TOTAL Present BOYS Present GIRLS COMMENTS
TODAY
ALL
  বর্তমান কর্মচারী
প্রধান শিক্ষকের স্বাগত বাণী

প্রধান শিক্ষকের স্বাগত বাণী

কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ আদশনিষ্ঠ ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কমমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সবোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সাথক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

 

তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ এ ডাইনামিক ওয়েব সাইট।

 

এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কাযক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কমকতা/কমর্চারিগণকে সালন্দর উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

 

মোল্লা আবু সাঈদ

অধ্যক্ষ

কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ

সভাপতির স্বাগত বাণী

সভাপতির স্বাগত বাণী

সভাপতির বক্তব্য

“Education is the backbone of a nation” শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণি সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বীয় অস্তিত্ব নিয়ে মর্যাদাপূর্ণ আসন অর্জন করা সম্ভব না। যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর সমাজ, দেশ, জাতি ও সুন্দর স্বর্ণালী ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ এর ভিত্তি হচ্ছে আমাদের শিশুরা। যখন প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সেই দেশ ও জাতি শান্তি, সমৃদ্ধি ও জাতীর সর্বোচ্চ শিখরে আরোহণ করবে। কাজেই প্রত্যেকেরই মনোযোগী হতে হবে কোমলমতি এই শিশুদের প্রতি। একজন শিল্পী তার শিল্পকে যেভাবে তিলে তিলে কঠোর পরিশ্রমে যত্ন সহকারে গড়ে তোলে, ঠিক তেমনি ভাবে আমরা গড়ে তুলি আমাদের শিক্ষার্থীদের। একটি শিশুর পরিপূর্ণ মেধা বিকাশের উন্মেশের জন্য নতুন কারিকুরাম, সর্বাধুনিক তথ্য প্রযুক্তি, নিয়ম শৃঙ্খলা,আদর, স্নেহ,ভালোবাসা ও সুশাসনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসেবে তৈরী করাই আমাদের ব্রত। কবি জন মিল্টন বলেছেনশিক্ষা হলো- “ শরীর,আত্মা ও মননের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবন। একটি দেশ ও জাতি উন্নত ও সমৃদ্ধ হয় শিক্ষিত, চরিত্রবান, মানবতাবোধ সম্পন্ন নাগরিকের দ্বারা। সেই নাগরিক তৈরীর সর্বাত্মক প্রচেষ্টায় অনবরত কাজ করতে অঙ্গীকারবদ্ধ কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। আমাদের অঙ্গীকার হলো সুশিক্ষা প্রদানের মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর নাগরিক উপহার দেয়ার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মান করা।  উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি এখন নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সকল কার্যক্রম পরিচালনা করছে। যেমন ফলাফল, মার্কশিট, ছবিযুক্ত প্রবেশ পত্র, ছবিযুক্ত পাঠোন্নতি পত্র ও অন্যান্য তথ্য, উপাত্ত সংগ্রহের সুবিধা ইত্যাদি । শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল গেইট এবং শ্রেণী কক্ষে পাঠদান সি.সি টিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। Punch Card (ডিজিটাল মেশিন) এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয় মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সহ পরিপূর্ণ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি আত্মপ্রকাশ করেছে।  আমরা  আশা করি ভবিষ্যতে শিক্ষানুরাগী সহ সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি আরও গৌরবময় সাফল্য বয়ে আনবে। আমরা সকলেই জানি, সুশিক্ষাই হলো একটি জাতির আত্ম পরিচয়ের বাহন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের কচিকণ্ঠ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হিসেবে গড়ে উঠুক। আমাদের শিক্ষা যেন তাদেরকে আরো সমৃদ্ধ করে এবং একটি সফল ও সার্থক জীবন গড়তে ভূমিকা রাখতে পারে । পরিশেষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য অত্র এলাকার শিক্ষানুরাগীসহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় বিভিন্ন পর্বে ম্যানেজিং কমিটিতে যাঁরা  দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবার প্রতি, শিক্ষকদের মধ্যে যাঁরা অবসরে গেছেন তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটির সহকর্মী, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে, তাদের বিদেহী আত্নার প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সহায় হোন। 

 

 

জনাব মোল্যা আবু সাঈদ 

সভাপতি 

কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ, আড়পাড়া, মধুখালী, ফরিদপুর। 

 

আই সি টি উদ্যোক্তার বাণী

আই সি টি উদ্যোক্তার বাণী

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৯৮ সাল থেকে  আড়পাড়া, মধুখালি,ফরিদপুর এ  জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে অত্র প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রতিতে বর্তমান সরকারের “ভিশন-২০২১” বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং প্রতিষ্ঠানের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্নার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। তাই  এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।

 

মনিরুল ইসলাম 

সহকারী শিক্ষক (নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক,ঢাকা বিভাগ) 

বিজ্ঞান বিভাগ 

কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ। 

  English Language Club Video
  সাম্প্রতিক ইভেন্টসমূহ     <<< সকল ইভেন্টের তালিকা দেখুন >>>

বই উৎসব-২০২৫

বিস্তারিত দেখুন

বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৪

বিস্তারিত দেখুন

বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩

বিস্তারিত দেখুন

৪৪ তম বিজ্ঞান মেলা ২০২২

বিস্তারিত দেখুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
অন্যান্য কর্নার
ম্যাপে আমাদের অবস্থান
premium bootstrap themes
  CONTACT US
ALL
  অন্যান্য লিঙ্ক

CONTACT


Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD